সম্পাদককে পত্র-বেকারত্ব সমস্যা
WBCS Bengali: সম্পাদকীয় পত্র – বেকারত্ব সমস্যা ও সমাধান
📰 সম্পাদককে পত্র
বিষয়: বেকারত্ব সমস্যা
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা – ৭০০০০১
সবিনয় নিবেদন,
আপনার বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে “বেকারত্ব সমস্যা” বিষয়ে নিম্নলিখিত মতামতটি প্রকাশ করে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব।
বর্তমান ভারতে বেকারত্ব একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। প্রতি বছর বহু শিক্ষিত যুবক কর্মসংস্থানের আশায় উচ্চশিক্ষা সম্পন্ন করে, কিন্তু পর্যাপ্ত চাকরি না থাকায় তারা হতাশায় ভোগেন। NSSO-র ২০১৭-১৮ সালের তথ্য অনুযায়ী বেকারত্বের হার ছিল ৬.১%, যা বিগত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
তথাকথিত “শিক্ষিত কিন্তু কর্মহীন” শ্রেণির সংখ্যা দিনে দিনে বাড়ছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারে অনেক কর্মক্ষেত্রে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রচলিত চাকরিগুলিকে সংকুচিত করছে। বিশেষত গ্রামীণ এলাকায় কৃষিনির্ভর জীবিকার উপর চাপ বাড়ছে।
সরকার ‘Startup India’, ‘Skill India’, ‘PMKVY’, ‘Make in India’ প্রভৃতি প্রকল্প শুরু করলেও তার বাস্তবায়ন প্রায় ক্ষেত্রেই সীমাবদ্ধ। সমস্যার মূল সমাধান শিক্ষাব্যবস্থাকে আরও বাস্তবমুখী করা, কারিগরি ও ডিজিটাল দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ চালু করা, এবং স্বনির্ভর উদ্যোগ গঠনে উৎসাহ প্রদান।
এছাড়া স্থানীয় হস্তশিল্প, কৃষি-ভিত্তিক স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোগে সহজ ঋণ ও নীতিগত সহায়তা থাকলে অনেক তরুণ উদ্যোক্তা হয়ে উঠতে পারেন।
পরিশেষে বলি, বেকারত্ব শুধু ব্যক্তিগত নয় — জাতীয় উন্নয়নের রাস্তাতেই তা এক বড় বাঁধা। সমন্বিত পরিকল্পনা ও সামাজিক সচেতনতার মাধ্যমেই এই সমস্যা সমাধান সম্ভব।
স্থান: ক
তারিখ: ২১.০৬.২০২৫
বিনীত,
খ