Meta Description: Urban afforestation is vital for controlling pollution, temperature, and providing clean air. This WBCS Bengali editor letter highlights 5 compelling reasons to make our cities greener and healthier.
Focus Keyword: Urban Afforestation
Tags: Urban Afforestation, WBCS Bengali Compulsory, Editor Letter Bengali, Tree Plantation Campaign, Green City India, Bengali Letter for WBCS, Environment and Trees, Environmental Awareness

Why Urban Afforestation Is Crucial for Indian Cities
Urban afforestation is no longer an option—it is a necessity. With increasing pollution, loss of biodiversity, and global warming, tree plantation in urban spaces has become essential for sustainable living.
Internal Link: Read: WBCS Letter on Plastic Pollution and Its Control
External Link: UNEP: Urban Greening Initiatives
✉️ সম্পাদককে পত্র (বাংলায়)
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা – ৭০০০০১
সবিনয় নিবেদন,
আপনার সুপ্রসিদ্ধ পত্রিকায় “শহরে বৃক্ষরোপণ ও সবুজায়নের প্রয়োজনীয়তা” বিষয়ক নিম্নলিখিত মতামত প্রকাশ করে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব।
শহরায়নের যুগে প্রকৃতি হারাতে বসেছে। দিনে দিনে গাছপালা কেটে ফেলে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে। যার ফলে বেড়েছে দূষণ, কমেছে বাতাসে অক্সিজেনের পরিমাণ, বেড়েছে শহরের গড় তাপমাত্রা। এই অবস্থায় শহরে বৃক্ষরোপণ ও সবুজায়ন একান্ত অপরিহার্য হয়ে উঠেছে।
শুধু পরিবেশ রক্ষা নয়, গাছ শহরের মানসিক ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, শহরের সবুজ পরিবেশ মানুষকে মানসিকভাবে শান্ত রাখে, বায়ু পরিশোধন করে এবং শব্দ দূষণ রোধে সহায়তা করে।
সরকারি এবং বেসরকারি স্তরে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা জরুরি। সরকারি স্কুল, হাসপাতাল, অফিস প্রাঙ্গণ, রাস্তার ধারে এবং খোলা জমিতে গাছ লাগানোর প্রকল্প নিতে হবে। বিশেষ করে শিশুদের মধ্যে গাছের গুরুত্ব বোঝাতে স্কুল স্তরেই সচেতনতা গড়ে তুলতে হবে।
শহরের উন্নয়নের সাথে সাথে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা সকল নাগরিকের দায়িত্ব। আপনার পত্রিকার মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি যে তারা যেন দ্রুত ও কার্যকর বৃক্ষরোপণ নীতি বাস্তবায়নে এগিয়ে আসে।
স্থান : ক
তারিখ : ২১.০৬.২০২৫
বিনীত,
খ