Government Schools in Crisis: Lack of Teachers and Infrastructure – WBCS Bengali Editorial Letter

Government Schools in Crisis: Lack of Teachers and Infrastructure – WBCS Bengali Editorial Letter

Government Schools in Crisis: Lack of Teachers and Infrastructure – WBCS Bengali Editorial Letter

Meta Description: A detailed editorial letter discussing the severe teacher shortage and poor infrastructure in government schools of Bengal, urging immediate reforms for equitable education.

Focus Keyword: Government School Teacher Infrastructure Crisis

Tags: Government School Bengal, Teacher Shortage India, School Infrastructure Crisis, WBCS Bengali Compulsory, Rural Education Problems, Education Reform in Bengal, Bengali Editorial Letter

Government School Infrastructure Crisis Bengal

The Deepening Education Crisis in Bengal’s Government Schools

✉️ সম্পাদককে পত্র (বাংলায়)

মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা – ৭০০০০১

সবিনয় নিবেদন,
আপনার সুপ্রসিদ্ধ পত্রিকায় “সরকারি স্কুলে শিক্ষক ও পরিকাঠামোর অভাব” বিষয়ক নিম্নলিখিত মতামত প্রকাশ করে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব।

একবিংশ শতকে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের বহু সরকারি স্কুল আজ শিক্ষকের অভাব ও ন্যূনতম পরিকাঠামোর সংকটে জর্জরিত। UNESCO ও সরকারের নিজস্ব শিক্ষা পর্যালোচনা রিপোর্টে দেখা যায়—গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে শতাধিক স্কুলে একজন করে শিক্ষক সমস্ত শ্রেণির দায়িত্ব পালন করছেন। গণিত, বিজ্ঞান ও ইংরেজির মত বিষয়ে শিক্ষক শূন্যতা শিক্ষার মানকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে।

পরিকাঠামোর অভাবও কম উদ্বেগের বিষয় নয়। বহু স্কুলে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, নেই স্যানিটেশন ব্যবস্থা, নেই লাইব্রেরি বা কম্পিউটার ল্যাব। এমনকি বহু স্কুলে পড়ুয়াদের বসার বেঞ্চ বা পানীয় জলের ব্যবস্থাও অনুপস্থিত। যার ফলশ্রুতিতে বহু ছাত্রছাত্রী স্কুলছুট হয়ে পড়ছে বা প্রাইভেট স্কুলমুখী হচ্ছে।

জাতীয় শিক্ষানীতি শিক্ষাকে সবার নাগালের মধ্যে আনার কথা বললেও, বাস্তব চিত্র তার উল্টো। সরকারি স্কুলে নিয়মিত শিক্ষক নিয়োগ, পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা সরঞ্জামের সংযোজন এখন সময়ের দাবি।

শিক্ষা যে কোনো সমাজের ভিত্তি। সেই ভিত্তি যদি দুর্বল হয়, তবে একটি জাতিও দুর্বল হয়ে পড়ে। তাই সরকারের প্রতি আবেদন—সরকারি স্কুলগুলিকে আধুনিক ও যোগ্য করে তুলতে যেন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

স্থান :
তারিখ : ২১.০৬.২০২৫
বিনীত,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart