Meta Description: A powerful WBCS Bengali editorial letter highlighting the global fear of nuclear war, urging world leaders to choose peace over destruction and save humanity.
Focus Keyword: Nuclear War Threat
Tags: Nuclear War, World Peace, Global Politics, WBCS Bengali Letter, Editor Letter Bengal, Peace and Security, Nuclear Weapons Risk, Bengali Compulsory Paper

WBCS Bengali Compulsory – Editorial Letter on Nuclear War Threat
✉️ সম্পাদককে পত্র (বাংলায়)
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা – ৭০০০০১
সবিনয় নিবেদন,
আপনার সুপ্রসিদ্ধ পত্রিকায় “পরমাণু যুদ্ধের আশঙ্কায় পৃথিবী আজ আতঙ্কিত” বিষয়ক নিম্নলিখিত মতামত প্রকাশ করে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব।
বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, চীন-তাইওয়ান সংঘাত, এবং ইরান-ইজরায়েল বৈরিতার কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সংঘর্ষের আবহ তৈরি হয়েছে, তাতে পরমাণু যুদ্ধের ভয় আরও প্রকট হয়ে উঠেছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে পরমাণু অস্ত্রধারী দেশগুলির মধ্যে নতুন করে অস্ত্র উন্নয়নের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উত্তর কোরিয়া যেমন তার ক্ষেপণাস্ত্র পরীক্ষার গতি বাড়াচ্ছে, তেমনই রাশিয়া ও আমেরিকার মধ্যকার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
এই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। একটি বিস্ফোরণই যদি হাজার হাজার মানুষের মৃত্যু ঘটাতে পারে, তাহলে শতাধিক অস্ত্র সজ্জিত দেশসমূহের সংঘর্ষ বিশ্বমানবতাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। জলবায়ু বিপর্যয়, পারমাণবিক শীতলতা (Nuclear Winter) এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা জিনগত বিপর্যয় হতে পারে এর পরিণাম।
আমাদের রাষ্ট্রনায়কদের এই বিষয়টি উপলব্ধি করা উচিত যে যুদ্ধের নয়, শান্তির পথে হাঁটলেই টিকে থাকবে সভ্যতা। পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা থামাতে হলে চাই আন্তর্জাতিক সহযোগিতা, আলোচনার মাধ্যমেই কূটনৈতিক সমাধান।
আপনার পত্রিকার মাধ্যমে আমি বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় নাগরিক ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানাই—এখনও সময় আছে, ধ্বংসের পথ থেকে ফিরে এসে মানবতার রক্ষায় কাজ করুন।
Nuclear War Threat: The World is Terrified – WBCS Bengali Editorial Letter
স্থান : ক
তারিখ : ২১.০৬.২০২৫
বিনীত,
খ