Mobile Phone Addiction in Youth: Urgent Need for Public Awareness – WBCS Bengali Editorial Letter
Meta Description: A powerful WBCS Bengali editor letter discussing the growing crisis of mobile phone addiction among youth and the urgent need for awareness campaigns to protect mental health and education.
Focus Keyword: Mobile Phone Addiction
Tags: Mobile Addiction Bengal, Youth Smartphone Crisis, Digital Detox Awareness, WBCS Bengali Letter, Public Health and Mobile Use, Screen Time Effects, Bengali Editorial Letter, Technology and Youth

Rising Mobile Addiction Among Youth: Why Public Awareness Is a Must
✉️ সম্পাদককে পত্র (বাংলায়)
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা – ৭০০০০১
সবিনয় নিবেদন,
আপনার সুপ্রসিদ্ধ পত্রিকায় “মোবাইল ফোন আসক্তির কুফল নিয়ে প্রচারের প্রয়োজন” বিষয়ক নিম্নলিখিত মতামত প্রকাশ করে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব।
বর্তমান যুগে মোবাইল ফোন প্রযুক্তির আশীর্বাদ হলেও, অতিরিক্ত ব্যবহারে এটি অভিশাপে পরিণত হচ্ছে। বিশেষত ছাত্রছাত্রী ও যুবসমাজের মধ্যে মোবাইল ফোন আসক্তি দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। গবেষণা বলছে, ১৫-২৫ বছর বয়সীদের মধ্যে প্রতি ১০ জনে ৭ জন দিনের ৬ ঘণ্টারও বেশি সময় মোবাইলে কাটায়।
সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস ও বিনা প্রয়োজনে ভিডিও দেখার প্রবণতা শুধু সময় নষ্টই করছে না, সঙ্গে মানসিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলছে। উদ্বেগ, একাকীত্ব, ঘুমের সমস্যা, মনঃসংযোগের ঘাটতি ইত্যাদি সমস্যা ক্রমেই বাড়ছে।
শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও স্মার্টফোন সহজলভ্য হওয়ায় কিশোর-কিশোরীরা দিনে দিনে বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রবণতা কমে যাচ্ছে, পড়াশোনার প্রতি অনীহা বাড়ছে।
এই পরিস্থিতিতে স্কুল, কলেজ, ওয়ার্ড স্তরে জনসচেতনতা বৃদ্ধি আবশ্যক। সরকারের উদ্যোগে ‘ডিজিটাল ডিটক্স’ কর্মসূচি চালু করা যেতে পারে। পাশাপাশি, পিতামাতা ও শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে শিশুদের মধ্যে সঠিক মোবাইল ব্যবহার শেখাতে।
আপনার পত্রিকার মাধ্যমে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি—যাতে ভবিষ্যৎ প্রজন্মকে এই নীরব প্রযুক্তিগত আসক্তি থেকে রক্ষা করতে সমাজ ও রাষ্ট্র একত্রে কার্যকর ভূমিকা পালন করে।
স্থান : ক
তারিখ : ২১.০৬.২০২৫
বিনীত,
খ