Precis| WBCS Bengali Compulsory | Help and Ego | Miscellaneous Main 2011
Precis| WBCS Bengali Compulsory | Help and Ego | Miscellaneous Main 2011
Precis| WBCS Bengali Compulsory | Help and Ego | Miscellaneous Main 2011
✍️ সারমর্ম (WBCS Bengali Compulsory-এর জন্য)
আমরা পরের উপকার করিব মনে করিলেই উপকার করিতে পারি না। উপকার করিবার অধিকার থাকা চাই। যে বড়ো সে ছোটোর অপকার অতি সহজে করিতে পারে কিন্তু ছোটোর উপকার করিতে হইলে কেবল বড়ো হইলে চলিবে না, ছোটো হইতে হইবে, ছোটোর সমান হইতে হইবে। মানুষ কোনোদিন কোনো যথার্থ হিতকে ভিক্ষারূপে গ্রহণ করিবে না, ঋণরূপেও না, কেবলমাত্র প্রাপ্য বলিয়াই গ্রহণ করিতে পারিবে।
কিন্তু আমরা লোকহিতের জন্য যখন মাতি তখন অনেক স্থলে এই মত্ততার মূলে একটি আত্মাভিমানের মত্ত থাকে। আমরা লোকসাধারণের চেয়ে সকল বিষয়ে বড়ো এই কথাটাই রাজকীয় চালে সম্ভোগ করিবার উপায় উহাদের হিত করিবার আয়োজন। এমন স্বলে উহাদেরও অহিত করি, নিজেদেরও হিত করি না।হিত করিবার একটিমাত্র ঈশ্বরদত্ত অধিকার আছে, সেটি প্রীতি।
Precis| WBCS Bengali Compulsory | Help and Ego | Miscellaneous Main 2011
“প্রকৃত উপকারের শর্ত: ভালোবাসা ও বিনয়”
মানুষকে উপকার করতে হলে শুধু বড়ো হওয়াই যথেষ্ট নয়, দরকার প্রীতি ও সহানুভূতির। উপকারকে কেউ ভিক্ষা বা ঋণ হিসেবে গ্রহণ করে না, প্রাপ্য হিসেবেই মেনে নেয়। কিন্তু অনেকসময় লোকহিতের নামে আমরা আত্মঅহংকারে মেতে উঠি, যা ক্ষতির কারণ হয়। প্রকৃত হিত সাধনের একমাত্র উপায় হল ভালোবাসা।
Miscellaneous Main Examination-2011