Meta Description: This WBCS Bengali editor letter addresses the rising concern of water pollution in urban and rural India, its impact on public health, and urges for administrative action to ensure clean water access.
Focus Keyword: Water Pollution
Tags: Water Pollution, WBCS Bengali Compulsory, Editor Letter Bengali, Public Health India, Clean Water Campaign, Environmental Issues, Bengali Letter Writing, WBCS Letter Format

Why Water Pollution Is a Growing Public Health Crisis in India
Water pollution is endangering millions of lives across India. Industrial discharge, sewage, and unsafe drinking water are contributing to severe health issues like diarrhea, hepatitis, and even cancer. Despite laws and guidelines, implementation is poor, and citizens are suffering.
Internal Link: Read: WBCS Letter on Noise Pollution and Administrative Failure
External Link: WHO: Drinking Water and Health Facts
✉️ সম্পাদককে পত্র (বাংলায়)
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা – ৭০০০০১
সবিনয় নিবেদন,
আপনার সুপ্রসিদ্ধ পত্রিকায় “জল দূষণ ও জনস্বাস্থ্য সমস্যার প্রতিবাদে আবেদন” বিষয়ক নিম্নলিখিত মতামত প্রকাশ করে সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব।
বর্তমান সময়ে জল দূষণ একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। শহর ও গ্রামাঞ্চলে নদী, খাল, পুকুর ও জলাশয়ে অবাধে বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে। শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য ও গৃহস্থালির আবর্জনা সরাসরি জলে মিশে জলকে বিষাক্ত করে তুলছে।
এই দূষিত জল পান করে সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন — কলেরা, ডায়ারিয়া, হেপাটাইটিস, টাইফয়েড ইত্যাদি। স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল হওয়ায় আক্রান্তদের সঠিক চিকিৎসাও সময়মতো পাওয়া যাচ্ছে না।
যদিও জল দূষণ নিয়ন্ত্রণে নানা সরকারি আইন ও বিধান রয়েছে, বাস্তবায়নে ঘাটতির কারণে পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের অবহেলা এবং জনসচেতনার অভাব এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে।
এই অবস্থায় অবিলম্বে সচেতনতা বাড়াতে হবে এবং প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জলাশয় পরিস্কার, কলকারখানায় বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং সবার জন্য নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে।
আপনার পত্রিকার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে জল দূষণ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায়।
স্থান : ক
তারিখ : ২১.০৬.২০২৫
বিনীত,
খ